তুমি পথের ধারের শালুক বনে দু'হাত ভরে মুক্ত কোড়াও
আমি নদীর কোলে মাথা রেখে বরফ শীতল হাওয়া মাখি,
তুমি সন্ধ্যা নামার আগেই যে রাত পাহাড়ের গল্প শোনাও
আমি ভিজে ভিজে বালির মাঝে আঁচড় কেটে স্বপ্ন আঁকি।
হাজার হাজার তারার মাঝে শুকতারা কেই সবাই খোঁজে
তোমার শহর শুকিয়ে গিয়ে রক্তমাখা জীবন, হোক ছিনতাই
আমি পাথর বোঝাই পাহাড় তলে সমতলের আশায় থাকি
আর বিনি সুতোর টান, একটু সময় পেলেই ছিঁড়তে চাই।
তুমি নরম ঘাসে রাখলে পা 'প্রজাপতি ব্রহ্মা' উড়ে আসে
আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া হঠাৎ ভালোবাসা পেতে চাই,
বুকের বোতাম ছিঁড়লো যখন তুমি তখন নিদ্রাহীন, তবুও
বুঝি না, ভালোবাসা সময় পেলে কেন যে ঘৃণা হয়ে যাই !!
তুমি আজ অন্য শহরে ভিড়ের মাঝেও খুঁজছো কি আমায়?
আমি ঝরণার জলে ডুব দিলেও তোমার জন্য অপেক্ষারত,
ঘুম পাড়ানি মাসি পিসি আজ ঘুমের দেশে দিয়েছে পাড়ি
বিচ্ছেদের মৃত্যু যন্ত্রণায় 'প্রজাপতি ব্রহ্মা'ও হয়ে গেছে মৃত।


১৯ শে ডিসেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর