একদল ক্ষুদার্ত শকুন মরা মাংস ছিঁড়ে খাচ্ছে
নোংরা ঘরে উল্টে পড়ে আছে চালের ড্রাম
লাসের গন্ধ গ্রাস করছে বাতাসের দুষিত নিশ্বাস
জল শোকানো হাড়ি, অনাহার তার আরেক নাম।
বিষাক্ত কিছু অসভ্যতা আমার পিছু নিয়েছে আজ
ওদের লম্বা লম্বা নখের ফাঁকে জমে আছে নোংরা
মনে হচ্ছে অগোছালো চুলগুলো ভদ্রতা ভুলেছে
যেন এরা মানুষ নয়, মনে হচ্ছে সামুদ্রিক ট্যাংরা।
বেহায়া সমাজ বারবার স্বার্থের কাছে বিক্রি হয়
তারপর, ভুলে যায় সেও এ যে তার স্বদেশ
যে বৃক্ষ বারবার ঝড়ে ভেঙে যায়, বেঁচে ওঠে
এ দেশ তার হোক, ভরাট মায়ের বক্ষদেশ।
এদের হিংস্রতা নির্দিষ্ট সাহসের কাছে নিষ্ক্রিয়
বেড়াজাল নেই, পিছুটান নেই, নেই কোনো প্রবৃত্তি
শুধু বেঁচে আছে আরও একটা নিশ্বাসের অপেক্ষা
ঘুরছে চাকা, ঘুরছে ইতিহাস, আর একাত্তরের একরত্তি।


৪ ঠা অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর