ইওর ওনার, আমি ক্রাইম ইনস্পেক্টর বিপ্লব মুখার্জী।
আমি তিনজনকে এনকাউন্টার করেছি।
হ্যাঁ, তিন জনকে ..... ইওর ওনার ...
সেই তিনজনকে যারা ইন্দ্রজিৎ এর খুন করেছে।
Ragging, torture এবং তারপরে
আত্মহত্যা করতে বাধ্য করা।
আসলে ওর দোষ বলতে, ইওর ওনার
ও তার সাথে অত্যাচারের কথা মায়ের সাথে বলেছিল।
ও বলেছিল, ও ভালো নেই একদম।
হ্যাঁ, ইওর ওনার, এটাই ওর দোষ ছিল।
ভাবুন তো, ভিতরের খবর বাইরে এলে কত বড়ো ক্ষতি হত ওদের....
তাই তো মেরে দিলো ছেলেটারে.....


ইওর ওনার, আমি......
আমি ঐ তিন জনকে ইউনির্ভাসিটিতে প্রকাশ্যে এনকাউন্টার করেছি।
হ্যাঁ, প্রকাশ্যেই ইওর ওনার।
আমি তদন্ত করেছি, সমস্ত ডকুমেন্ট আপনার টেবিলেই রেখেছি।
মিলিয়ে নেবেন।
দোষ ওদেরই, তাই তো প্রকাশ্যে.....
আমি বোধ হয় দোষ করেছি, ইওর ওনার।


'বোধ হয়' বলছি কারণ, আপনি হয়ত অন্য শাস্তি দিতেন।
কিন্তু আমার মনে হয় যদি একবার, ইওর ওনার
যদি একবার সম্ভব হয়ে শুনে দেখুন
বাঙলার সমস্ত মায়েরা কি বলছে,
ওদের শাস্তি কি হওয়া উচিত।
আমি জানি, হয়ত আমাকেও কঠিন শাস্তি পেতে হতে পারে।
কিন্তু জানেন ইওর ওনার, তবুও হাসবো আমি....
আজকের পর থেকে কোনো মায়ের কোল খালি হবে না।
ছেলেকে পড়তে পাঠিয়ে মৃত্যু সংবাদ পেতে হবে না।


ইওর ওনার, এই ঘুষখোর রাজ্যে
আইনশৃঙ্খলা বোধ হয় পুলিশের হাতে নেই।
তবুও, সমস্ত রুল ব্রেক তো কাউকে করতেই হত।
আমি না হয় শুরু করলাম।


সমাপ্ত