আমার মৃত্যুর একটু আগেই বরং তুমি ফিরে এসো
জ্বালিয়ে দিও এ পৃথিবীর যত কিছু আছে তীব্র দহনে
হঠাৎ কলিং বেলের শব্দে জেগে উঠুক জ্ঞানশূন্য মানুষ
চারিদিকে আজ দূর্ভিক্ষ, জ্বলছে ক্ষিদের লাল আগুনে।
তুমি ঠিক শেষ মুহূর্তে হলেও অন্ততঃ ফিরে এসো একবার
অপেক্ষার প্রহর গোনে এ পাকস্থলীর ঝাঁঝালো অ্যাসিড,
পুরানো কাগজের ভীড়ে চাপা পড়ে যাই আমাদের বিপ্লব
তুমি স্বপ্ন দেখতে ভয় পেলে, স্বপ্নও তোমাকে করবে মিসড্।
আমার কলম আজও লিখে চলেছে কিছু স্বপ্ন হারাদের গল্প
বিশ্বাস করো, আমরা নপুংসক নই, আমরা নই বিশ্বাসঘাতক,
তোমরা অস্ত্র হাতে তুলে নাও আর আমার অস্ত্র রক্ত লেখে
ডঙ্কা বাজাও, আহ্বান করো যুদ্ধের, নাহলে হতে হবে চাতক।
আমার মৃত্যুর একটু আগে অন্ততঃ একবার তুমি ফিরে এসো
নিজের ছায়া বিক্রি হওয়ার একটু আগেই যেন আমার মৃত্যু হয়,
এই নিঃস্ব পৃথিবী এখনও আমাকে 'যাযাবর' করে রেখেছে,
তোমাকে তো একদিন ফিরতেই হবে নেভাতে আমার জ্বলন্ত ছাই।


২ রা এপ্রিল, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর