বৃষ্টির জলে আজ মিশে আছে দূষিত ভালোবাসা
শোনা যাচ্ছে্ কিছু পাশবিক চিৎকার নাকি শীৎকার  !
বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দে আজ দূষণ মাত্রাছাড়া
পাতা, ধূলোর আস্তরণে ছেড়ে হচ্ছে নাকি পরিষ্কার  !
শীশ্নে তাদের শোনিত পাষাণ, মর্মান্তিক আত্মনাদ
রক্ত হঠাৎ ললাট ছুঁয়ে ভাগ্য লেখে উত্তেজনা,
ছাড়পত্র পাওয়ার আগেই কালো বিদ্যুতের ঝলক
কি করবে তখন সে, মনে যে তার দোনামনা।
রক্ত তখন জমাট বেঁধে হচ্ছে কালো পাথর
মাকড়শার জাল কেটে বেরোচ্ছে বিষাক্ত কেউ,
আলোর তীব্রতা হঠাৎ আসছে রোদের হাত ধরে
আছড়ে পড়ছে ভালোবাসার নগ্নতার প্রাচীনতম ঢেউ।
জীবনের খাতায় লিখছে সে রৌদ্রজ্জ্বল দিনের শোভা
মুছে গেছে সব স্মৃতি, ভুলে গেছে জীবন এক্কাদোক্কা,
রক্তিম রক্তের সাথে আবার শুরু হবে অন্তিম সম্পর্ক
শেষে, সেই পাতা নষ্ট করতে জন্ম নেবে একটা ঘুনপোকা।


৩০ শে সেপ্টেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর