আমি কখনও কোনোদিন হারিয়ে যেতে চাই না
এই ধূসর কুয়াশাচ্ছন্ন নীরব শহরের গলির ভিতরে
যেখানে শুধু বর্ণের সাথে বর্ণের বিভেদ খোঁজা হয়
আর প্রতিটি বর্ণহীন শরীর ভয় দেখায় আমারে।


আমি কখনও কোনোদিন হারিয়ে যেতে চাই না
কোনো রং মেশানো সহস্রাংশ মানুষের ভীড়ে,
যেখানে সব্বাইকে খুব খুব চেনা বলে মনে হয়,
আর অচেনা লাগে রংহীন মানুষগুলোর বাহারে।


সত্যিই কোনোদিন আমি হারিয়ে যেতে চাই না
কোনো রাত জাগা দুঃস্বপ্নময় গভীর অন্ধকারে,
যেখানে শুধু মিথ্যা কুসংস্কারকে খুব ভালোবাসে
আর সত্য বিজ্ঞানকে ধিক্কার দেয় বিনা প্রতিকারে।


আমি কোনোদিনই চাই না অকালে হারিয়ে যেতে
কোনো মিথ্যুক, ভালোবাসাহীন মৃত্যু লালসায়,
তুমিও যেন কোনোদিন অকারণে হারিয়ে যেও না
প্রেম দিয়ে নয় সাজাও সব্বাইকে ভালোবাসায়।


তবুও আমাকে একদিন তো হারিয়ে যেতেই হবে
এই মায়াবী বিশ্বমায়ের আদরক্লীষ্ট কোল থেকে,
লাল রক্তের মতো পলাশী সেদিন পরবে ঝরে
আর আমার দেহ দিও একগুচ্ছ ফুল দিয়ে ঢেকে।