জেগে আছি এখনও, ঘুমিয়েছি ভেবে ভুল বুঝো না
আজও রাত্রি হলে একটা পেঁচা বসে জানালার ধারে,
গল্প বলে কত দিনের জমানো ব্যথা, যন্ত্রণার পাহাড়
কথা হয়েছে, ওরা কাল থেকে সঙ্গে নেবে আমারে।
ভাঙা জানালার বাইরে অপেক্ষা করে আছে চাতক
সেও ঘোমায়নি, জেগে আছে আমার সাথে এ গভীরে
তার চঞ্চুতে রয়েছে কিছু নীল কাগজ, লুকানো নথি
জ্বালিয়ে দিতে, রক্তের আভা বেরোচ্ছে তার চোখ চিরে।
এত নীরব এর আগে কখনও হয়নি, এতদিন নিদ্রাহীন
চোখের নীচে জমে আছে রাতের গভীর স্বপ্নময় অন্ধকার,
কাল গোধূলির আলোর মতো রঙিন হবে এ পথ-প্রান্তর,
সমস্ত প্রতীক্ষারা স্বপ্ন জয়ে হাসি মুখে ঘরে ফিরবে এবার।
আজও জেগে আছি, ঘুমিয়েছি ভেবে ভুল বুঝো না তুমি
আমার জানালার কাচ ভাঙা কার্নিশে অপেক্ষায় আছে ওরা
আমাদের বিপ্লবের রক্তমাখা পথে তোমাকে জানাই স্বাগত
এবার হোক শেষ রক্তপাত, হোক আমার দেহ কাফিনে মোড়া।


৭ ই এপ্রিল, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর