শান্ত গাছগুলো  মাটি স্পর্শ করতে চাই প্রাণপণ
হঠাৎই নীরাবতা ভেঙে যাই তীব্র সাঁ সাঁ শব্দে,
চারিদিকে ছুটাছুটি চলে ঠিক যেন পাগলের মতো
কিসের এত ব্যস্ততা  ! এসেছে তো শুধুমাত্র ঝড়।
তোলপাড় করে দিচ্ছে, ঘরের ছাদ হয়ে গেছে শূন্য
একটা দুঃচিন্তা মনে লেগেই আছে আদ্যপান্ত
কেউ বা অনুভূতির রাজ্যে কবিতার আসর নিয়ে বসেছে
কেউ বা মৃত্যুর সাথে সাক্ষাৎ করে তাকে ভালোবাসেছে
এরকম ঝড় তো প্রতিনিয়ত ঘটে, চোখের আড়ালে
তুমি অনুভব করলেও ধরা দিতে চাও না।
তুমি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখলে ঠিকই কিন্তু
প্রত্যেকটা ঝড় দেখাচ্ছে নিজের ধ্বংসাত্মক রূপ।
তুমি জেনে বুজে নীরবতাকে বেছে নিয়েছো কিন্তু
ভুলে গেছো, ঝড়ের আগেই তো অসময়ে রাত্রি নেমে আসে।


সমাপ্ত