পৃথিবীর চোখে আজ জোনাকিরা মূল্যহীন
মৃদু আলোয় দেখা যায় না সুদূর অতীত,
নিজের জন্য গর্বিত এক দূরন্ত জোনাকি
প্রেমিকার ঠোঁটের সাথে খেলে চু কিত কিত।
জোনাকিরা হোক গভীর রাতের একান্ত বন্ধু
তার মিটি মিটি আলোয় তোমায় দেখি অল্প
ফুলের সুবাসে বসা নেশাগ্রস্ত এক জোনাকি
লিখছে তোমার, আমার আর জোনাকির গল্প।
একদল জোনাকির একত্রিত তীব্র আলো
খুঁজছে তোমার, আমার আর সেই জোনাকির
ওর স্বল্প আলোয় হঠাৎ পথ ভুলে ফেলে,
দেখা পেলাম এক ভয়াবহ আদিম পৃথিবীর।
ওরা পৃথিবীকে দেখাতে চায় তার অল্প আলোয়
তোমরা ভয় পেয়ে, কখনো হতে চাও না ঋণ,
ওরা তোমার বন্ধু, হতে চায় অন্ধকারের পথিক
তবুও, পৃথিবীর চোখে আজও জোনাকিরা মূল্যহীন।


৩০ শে সেপ্টেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর