উড়ে যাওয়া ছাই থেকেই জন্ম হয় আমাদের
দূর্যোগ অন্ধকারেও আমরা ফিরে আসি বারবার,
রক্তের ফুলকি ঝরে পড়ে ধূলোময় শরীর থেকে
প্রতিজ্ঞা পুষ্ট জীবনের জন্যই হতে হয় দূর্নিবার।
মৃত্যুর নরম মাংসপিন্ড থেকেই জন্ম হয় আমাদের
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লাশের পচা গন্ধের মতো নিশ্বাস,
ভয় পায় সেও যে প্রতিহিংসার শীর্ষদেশ স্পর্শ করে
ভুল যদি করে ঈশ্বরও তবে নিতে হয় অন্তিম দীর্ঘশ্বাস।
আমাদের তো জন্ম হয় ফিনিক্স পাখির গর্ভ থেকে,
তাই মৃত্যুর লেলিহান গ্রাস আমাদের পারে না গিলতে
ভোরের বায়ুর সমান উষার আলো ফোটাতে এসেছি
যদি না পারি তবুও মৃত্যু হবে, স্বাধীনতা লিখতে লিখতে।
আমাদের জন্ম ধর্ষিত - নির্যাতিত মায়ের অপুষ্টি থেকে
হয়ত আমাদের জন্ম হয় নষ্ট ঈশ্বরের ভুল সিদ্ধান্তে,
আমাদের জন্মই হয় পিতৃপরিচয়হীন সমাজের অগোচরে।
আমাদের মৃত্যু হয় তোমার উপন্যাসের একেবারে অন্তে ।।


৭ ই নভেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর