প্রথম কবিতা :


কোরোনা ভাইরাসের প্রতি,


এই কোরোনা,
আর মেরোনা,
নিও না আর মানুষের জীবন।
সুযোগ দাও একবার,
করবো না ভুল বারবার,
ক্ষমা করো আমাদের সবার।
তুমি অত্যন্ত ক্ষুদ্র,
করছো মানব সভ্যতাকে রুদ্ধ,
করতে হবে আবার তাকে চলমান।
তোমার অপ্রত্যাশিত আগমনে,
আনন্দ আসেনিকো কারোর মনে,
দেখছি শুধু চারিদিকে হাহাকার।
লক্ষ মানুষের বুকফাটা কান্না,
আর অসহায় জীবন কেড়ে নিও না,
এবার থামো অদৃশ্য শক্তি কোরোনা।
তোমার এই অপ্রত্যাশিত বরে,
পারছি না আর থাকতে ঘরে,
দেশজুড়ে চলছে লক ডাউন।
বন্ধ করো তোমার নৃশংস রূপ,
বিশ্ব হয়েছে আজ নিশ্চুপ,
তাকে করতে হবে স্বাভাবিক।
কোরোনা, তুমি ছিলে কোথায়?
ফিরে যাও সেথায়।
ধ্বংস হোক মৃত্যুর খেলা।
করবো না পরিবেশ দূষণ,
বাড়বে না ঘরের শত্রু বিভীষণ,
কথা দিচ্ছি তোমায়।
প্রকৃতির অভিশাপ তুলে নাও,
বিশ্বকে এবার মুক্তি দাও,
আনন্দে মাতুক পৃথিবীর মন।
স্কুল, কলেজ আবার চালু হবে,
অপেক্ষায় আছি সেটা কবে,
আবার রাখব বইয়ের পাতায় চোখ।
ভেস্তে গেছে সবকিছু,
ছুটো না আর মানুষের পিছু,
তোমার ভয়ে হয়রান সবাই।
আবার ঘর থেকে বেরোতে চাই,
একবার বলো, " টা টা বাই বাই ",
তোমার প্রত্যাগমনেই তা সম্ভব হবে।
আমার একান্ত অনুরোধ,
নিজের গতি নিজেই করো রোধ,
তাহলেই ধ্বংস হবে মানুষের ক্রোধ।
    


০৯/০৪/২০২০


              ---------
দ্বিতীয় কবিতা


              জিজ্ঞাসা


হে মোর বিধাতা,
সভ্যতার রুদ্ধতার পরিসমাপ্তি হবে কবে?
বিশ্বের দরবারে ঠাঁই দিয়েছ যাকে
সে মোদের ছেড়ে কবে বিদায় লবে?


হে মোর বিধাতা,
জীবন শক্তি কি গিয়েছে নিয়তির অন্তরালে?
ক্রন্দনরত মানুষগুলোকে মোর অনুরোধে
একটু স্থান দাও তব চরণতলে।
তাতে যদি বাঁচে  শতাধিক মানুষ,
যদি দূরীভূত হয় অর্থের নিদারুণ সংকট,
বিশ্ব তাহলে আবার সুস্থ হবে
পূর্বের অবস্থাতে ফিরবে সে চটপট।


বিধাতা, তুমি কি শুনছ মোর কথা?
আজও যারা আছে তব সাহায্যের প্রতিক্ষায়,
জুগিয়ে দাও তাদের বাঁচার রসদ, যারা
তাকিয়ে আছে সত্য সভ্যতার অপেক্ষায়।


শুনেছি, তুমি সবই পারো,
তবে কেন করো অন্যায়ের আরাধনা?
বিশ্বকে এবার শান্ত করো
দূরে সরিয়ে দাও দুষ্টু মনের আনাগোনা।


হে মোর বিধাতা,
ফিরিয়ে দাও মোর নীলাকাশ, বৃক্ষনগরী।
বিধ্বংসী 'ইয়াশ' ফিরিয়ে দিক
মোর কাননের মালতিলতা ও টগরী।


হে মোর বিধাতা,
তব প্রেরিত দূত কি এই কোরোনা?
মোর কল্পনা যদি পায় বাস্তব রূপ
তবে তুমি কেন দিচ্ছ আতঙ্ক আর প্রতারণা?


তবে তুমি কেন পাঠিয়েছ বিপর্যয়?
কোরোনা,ইয়াশ,আর প্রবল বান,
কি আছে তব নিদ্রিত ইচ্ছা?
বিশ্বকে আবার করবে কি সুনির্মান?


হে মোর দয়াময়ী বিধাতা,
আমি আবার দেখতে চাই বৃক্ষের সবুজনগরী।
আবারও জ্বালবো সুখের প্রদীপখানি, আর
দেখবো কোরোনামুক্ত পৃথিবীর মাধুর্য ও সুরভী।।



২২/০৫/২০২১
                   ---------
তৃতীয় কবিতা


    করোনা ভাইরাস ও সাবধানতা


প্রতি মুহুর্তে আতঙ্কগুলো বাস করে আমার ঘরে
সবাই ভয় পায় একটা মাত্র শব্দ'কে 'পজিটিভ',
চারিদিকে শুধুই শুনতে পাই মৃত্যুর হাহাকার
অ্যাম্বুলেন্সের ঐ আওয়াজটাও লাগে অস্বাভাবিক।
সর্দি কাশির সাথে হয়ত চুক্তি করেছে শ্বাসকষ্ট,
প্রকৃতির অভিশাপেই গাছগুলো করছে প্রতিবাদ
অক্সিজেন সে দিচ্ছে না অযথা বৃক্ষচ্ছেদের কারণে
পৃথিবী জুড়ে ছুটছে মৃত্যু মিছিল, দিন থেকে রাত।
মৃত্যুমিছিলে তোমাকেও একদিন সামিল হতে হবে
যদি তুমি না করো বন্ধু অকারণে বৃক্ষচ্ছেদন বন্ধ,
পরিবেশ তথা প্লাস্টিক দূষণ যদি না দাও ছেড়ে
তাহলেই তুমি চারপাশে পাবে শুধু মহামৃত্যুর গন্ধ।
ভাইরাস তো সন্ধি স্থাপন করেছে ফুসফুসের সাথে
সে তার কাজে কিন্তু দিচ্ছে না বন্ধু বিন্দুমাত্র ক্ষান্তি,
প্রতিটি নিশ্বাস নিজেকেই দেখ করছে না বিশ্বাস
তবুও চাই নিশ্বাস হোক সুদীর্ঘ, সুন্দর ও প্রশান্তি।
করোনা ভাইরাসের হাতে হাত রেখেছে আজ ছত্রাক
তাই সচেতনতার কারণে আমি দিচ্ছি তোমায় টাক্স
দূরত্ব বজায় রেখো, হাত করো স্যানিটাইজ আর
বাইরে বেরোলে মনে করে পরো বন্ধু ভালো মাক্স।
দিনশেষে আমরা সবাই আরও একটু বাঁচতে চাই
দেখতে চাই এই সুন্দর ধরণীর প্রকৃতিক মাধুরী,
সেজন্য আজই বন্ধু এক দৃড় শপথ নিতে হবে
পরিবেশকে সুন্দর রেখে এগিয়ে যাক জীবন তরী।


২৬/০৫/২০২১
             ----------------
চতুর্থ কবিতা :


         করোনার ভয়াবহতা


কিছু অমীমাংসিত অঙ্কে খুঁজেছি
আমার অপ্রয়োজনীয় কিছু সমস্যা।
মনের অকপটের পর্দা সরিয়ে দেখলাম
করোনার ভয়াবহতা গ্রাস করছে,
শহরের বিপুল ধোঁয়াশায় মিশে গিয়ে
গ্রামের নীরাবতায় করেছে আঘাত।
সমভূমি হচ্ছে আজ লাশের পাহাড়।
সমুদ্রের নোনা জল যাচ্ছে বেড়ে
মানুষের নীরব কান্নায় আর
কল্পনায় শব্দদূষণ বাড়ছে নীরব আর্তনাদে।
মনের মাঝে সাহসিকতাকে আশ্রয় দিয়ে
আজ হয়ত সবাই মৃত্যু মিছিলে হাঁটতে রাজি।
নতুবা আবার লকডাউনে বাড়বে দরিদ্রের দারিদ্রতা।
হয়ত এটাগুলোও অমীমাংসিত সমাধান।
আর
এভাবেই আমার হিসেবের খাতা যাচ্ছে ভরে
একের পর এক মিথ্যা সমাধানে।


২৪/০৪/২০২১
                 --------------------


পঞ্চম কবিতা (অনু কবিতা)


            পরো বন্ধু মাক্স
                ✍শুভজিৎ বিশ্বাস


বাতাসের সঙ্গি হয়েছে আজ করোনা ভাইরাস
বিনাবাধায় জিততে চায় সে ফুসফুসের অন্তর্বাস।
তাকে পরাজিত করতে আমরা হচ্ছি আজ ব্যর্থ
এছাড়াও দেখো খরচ হচ্ছে দেশজুড়ে প্রচুর অর্থ।
তার অপ্রত্যাশিত আক্রমণে হচ্ছি আমরা শেষ,
আমরা কিন্তু ঠেকাতে পারি,করে একটা অভ্যেস।
আজ থেকে তোমায় আমি দিলাম একটা টাক্স
বেরোনোর আগে মনে করে কিন্তু পরো বন্ধু মাক্স।


১১/০৫/২০২১


                 -----------------


গত দুবছরে কোরোনা বিষয়ক যে কবিতাগুলো লিখেছিলাম। আজ সেগুলো পোষ্টাইলাম। 🤭 গত দুবছর ধরে অত্যন্ত স্ব যত্নে রেখেছিলাম।
পড়ে জানাবেন কোনটি সবচেয়ে ভালো লেগেছে।