দূরত্ব যখন বাড়ে সময়ের জোয়ারে,
কথারা হয় ফিকে, ডুবে যাই ভালোবাসা
তুমিও তো পারতে একটু ফিরে দেখতে,
ছায়াপথ ভুলে যাই, প্রেম ঢাকে কুয়াশা।
ধ্রুবতারা একা একা একাকিত্ব ভালোবেসে
পৃথিবীর দিকে ফিরে,মুছে নেয় চোখের জল,
তোমাদের ভালোবাসা আদরে আন্দোলিত
খুঁজো না তাকে, অবস্থান তার গভীর অতল।
মেঘের দল রোদ লুকায়, সূর্যের সাথে লুকোচুরি,
আমাদের নিভু নিভু প্রেম, যাচ্ছে যেন হারিয়ে,
বজ্রপাতের সাথে আড়ি, বৃষ্টির সাথে করি ভাব
চেষ্টা করেছি তোমায় ভোলার, হাত দুটি বাড়িয়ে।


সমাপ্ত