সেদিনের ধুলোপড়া চিঠিগুলো আজ অলসতা ছেড়েছে,
আস্তারনের স্তরে সময়ের হিসেবটা বোধ করি ত্রিশ,
তোমার হাতে জল টুপটাপ টাটকা গোলাপের লাল রঙে
প্রথম প্রতিশ্রুতির সেই বর্ণমালা, প্রয়োজন পড়েনি কিস !!
পার্কগুলো তখন এতটা লজ্জা পেত না, একই ছাতার তলে
শুধু তোমার রাঙানো দুই কাজল কালো চোখে বিস্ময়,
ছিল না সেসময় বিশেষ কোনো ভালোবাসার দিন, তারিখ
শুধু থাকত অপেক্ষা, মিষ্টি স্বপ্ন, ভালোবাসা আর একটু ভয়।
তখন শরীরের ভাঁজে, সুখের খোঁজে লুকাতো না ভালোবাসা
শুধু হাতের উপর হাত আর থাকত দীর্ঘ সময়ের অপেক্ষা,
ফোনের ওপারে ভালোবাসার নামে মিথ্যার স্বপ্ন বুনত না তারা,
সাময়িক ভালোবাসা স্পষ্ট কিন্তু খাঁটি ভালোবাসা আজ ঝাপসা।
চিঠিগুলো আজ প্রকাশ্যে থাকে আর গোপনে রয়েছো তুমি
আমি একাকী শুধু পার্থক্য খুঁজি দুপুরের নিকোটিনে ধোঁয়ায়,
আজ ভালোবাসার কত রং, ঐ হলুদ শাড়িটাও তো পরাধীন,
টকজলে আজ ভালোবাসা ডোবে না, ডোবে নেশাক্ত বিছানায়।


১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩