মা মানে এক বিরাট সমুদ্র
একবুক অফুরন্ত ভালোবাসা,
এক মুখ ভর্তি মিষ্টি হাসি,
হৃদয় বানিয়েছিল যে শুধু স্বপ্ন ঠাসা।


মা মানে এক মায়াবি রাত,
এক পূর্ণ চাঁদের সুখের আলো,
এক সৌন্দর্যময় মন্দির, মসজিদ...
ঘুমন্ত আমাকে যে অনেক সাহস জুগালো।


মা মানে এক মন ভোলানো গান,
এক মন হারিয়ে যাওয়ার গল্প,
এক বিচ্ছুরিত আলোক রশ্মি,
আমার ভবিষ্যতের স্বপ্নে যে মিশিয়েছে কল্প।


মা মানে এক হৃদয় ভেজা কান্না
চোখের জলের শুকিয়ে যাওয়া দাগ,
বর্ষাকে শরতে পরিনত করা এক জাদুকর
যতই বিমুখ করুক তবুও দেব না কাউকে ভাগ।


মা মানে এক বিরাট গোমুখ গুহা
এক বসন্তে পর্ণমোচীর ঝরা পাতা,
এক একর জুড়ে বিশাল কান্না,
বলেনি যে আমায় অনেক অনেক কথা।