তোমার ছেড়ে যাওয়া সেই অসহ্য স্বপ্নের ভয়,
সবকিছু এলোমেলো আর অগোছালো বিছানা
এই শহরের গলিপথে নিয়নের সূক্ষ্ম আলোয়
জীবনের কাছে 'তুমি' ছাড়া, আর কিছু চাই না।
সবাই তোমায় ছুঁতে চাই, আমার একান্ত স্বপ্ন
আমার ঘুমহীন রাতে শুধু দুশ্চিন্তার পাহাড়,
তোমার কাছে নিজেকে পারফেক্ট করার তাগিদ
আর অসহায় দিনযাপন ভুক্তভোগী বাবা-মার।
মায়ের শরীর জুড়ে ক্লান্ত এক স্বপ্নের সংসার
একদল বুনো শালিক খুদ-চাল খেতে ব্যস্ত,
ক্যালেন্ডার তারিখ গোনে শহর হাসির মাঝে
তুমি সব কেড়ে নাও আমার যা কিছু সমস্ত।
দমবন্ধ হয় আমার পাহাড় সমান বইয়ের চাপে
সবকিছু ভুলে যেতে চাই এই ছাপোষা জীবন,
এত চাপ, এত দায়িত্ব আর এত কর্তব্যের ভয়ে
হাজির হয় বিছানায়, আমার মধ্যরাতের স্যারিডন।


১০ ই জানুয়ারি, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর