আমাকে না হয় এবার তুমি মাটি করে দাও
আমার বুকের উপর ডাকুক একক খেঁকশিয়াল
আমার পিঠে থাকুক জীবাশ্মের কালশিটে দাগ
আমার নজর স্বদেশী হোক ভাঙুক শক্ত দেওয়াল।
আমার রক্তরস নিংড়ে জন্ম নিক সবুজ বিপ্লব
আমার দু'চোখ দেখুক হাজারো সংগ্রামের ঢেউ,
পৃথিবী জুড়ে আরও মৃত্যু হোক, রক্ত নেব গিলে
আমি যদি মাটি হই, আমার খোঁজ নেবে না কেউ।
শত বুটের পদাঘাত ছিন্ন ভিন্ন করবে আমার হৃদয়
এই থেঁতলে যাওয়া সমাজের এ এক ভিন্ন চিত্র,
বিশাল দালানের ভারে আমি ডুকরে কেঁদে মরি
অনন্তের দিকে চেয়ে থাকি, উদাসীন আমার মিত্র।
আমার শরীর জুড়ে এখন শুধুই পচে যাওয়া ঘাস
সামান্য তবুও বিষ তেল আমার পবিত্রতা করছে ধ্বংস
আমাকে যদি তিস্তার কোলে ধসে যাওয়া মাটি করে দিও
গুনে নেব ঠিক কতটা জীবন নিলে পৃথিবী হবে নিবংশ।


৭ ই অক্টোবর, ২০২৩
বালতি, স্বরূপনগর