আমিও নতজানু হতে জানি বিশ্বের কাছে
হেরে গিয়েও যেন বারবার লড়ে যাই,
ধূসর গোধূলিমাখা সন্ধ্যার সন্ধিপদ ছেড়ে
চেপে থাকা আগুন থেকেও উড়ে যাই ছাই।
লড়াই আমার মায়ের মতো, শরীর রক্তমালা
রাত্রির এক গোপন কথা, আমার কানে বাজে,
ধ্বংস হোক কংসরাজ, লক্ষ্য হোক দৃষ্টিমুখী
মায়ের আজ আঁচল ছেঁড়া, পা লাল রক্তে সাজে।
আমার কাছে বিস্ফোরণ, হাহাকার আর কান্না
আমার কাছে জমা আছে মায়েরই এক অঙ্গ,
মাছরাঙার শিকার আজ একত্রিত হতে চায়
মাছরাঙা মরুক তবে, না পেয়ে কোনো সঙ্গ।
তবুও আমি বারবার নতজানু হতে রাজি
গাছের কাছে, পাখির কাছে বা কখনও ঈশ্বর
আমি আজ লড়ে যাব, কাল না হয় মরেই যাব
কিন্তু আগামীর কারোর কাছে আমি হব নশ্বর।


২ রা অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর