ভুলে যাও ভালোবাসা, ভুলে যাও উষ্ণ শরীরের ছোঁয়া,
যেখানে মারা গিয়েছে মানবতা এক সহস্র বছর আগে,
পথের ধারে ট্রাকে পিষে গেছে এক টুকরো মাংস পিন্ড
আর তোমরা কবিতা লিখছো, শীতে আদর - সোহাগে।
যে মায়ের উন্মুক্ত বক্ষে আছে হাজার হাতের নরম স্পর্শ,
সেই মায়ের পেটেও ছিল মধ্য যুগের নিদ্রাহীন চরম খিদে,
তোমরা ভাবো নষ্ট সে জন, অর্থলোভী এক ক্ষুধার্থ বেশ্যা,
আমার মনে হয় আজও একদলা মাংস তার হৃদয়ে বাঁধে।
তোমরা বরং ভুলে যাও পৃথিবীর এই অন্ধকারাচ্ছন্ন সময়
তোমরা মেতে থাকো সিদ্ধ ডিম আর বিরিয়ানীর কষা মাংসে,
যে দেশে এখনও গভীর রাতে রক্ত চোষা বাদুড় ঘুরে বেড়ায়
সেই দেশেই তোমার কবিতা ধর্ষণ খোঁজে বেওয়ারিশ লাশে।
কাল যে ছেলে যাচ্ছে ঐ দলে, আজ তার দেহ দিঘীর জলে।
তোমরা শুধু শুয়োরের বাচ্চার মতো ঘোঁত ঘোঁত করো গর্তে,
আরও একটা যুগ সাক্ষী হয়ে থাকুক 'আমার নিষিদ্ধ কবিতা',
চোখ বুজে, বেঁচে থেকো তোমরা, এক হুতুম পেঁচার শর্তে।


৩ রা ডিসেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর