যখন তুমি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকো
তখন তোমার চোখের গভীরতায় আমি ভালোবাসা খুঁজি,
শিউলির ফুলের মতো স্বযত্নে কুড়িয়ে পাওয়া কিছু স্বপ্ন
আর লাল পাড়ের শাড়ির সাথে তোমায় দেখি রোজই।
যদি তুমি ভালোবাসো আমায় বলে দিও, অপেক্ষায় আমি
ফুচকার টক জলের মতো তোমার কথার মাঝেই ডুবি,
চাতকের মতো সবসময় অপেক্ষায় থাকি তোমায় ছোঁয়ার
তোমায় নিয়ে কবিতা লিখে তাই তো হলাম 'প্রেমিক কবি'।
যেদিন তুমি বারবার ফিরে ফিরে আমার দিকে চেয়ে ছিলে
আমিও তোমার মোহে আটকে ছিলাম উদাসীনতার ডাকে,
জানি তোমার পছন্দ আমার কবিতা, আমার পছন্দ তুমি
তাই পুরানো কবিতার ডাইরি তোমায় দিলাম, রাখা ছিল তাকে।
যখন তুমি অপলক আমার দিকে তাকিয়ে থাকো দীর্ঘক্ষণ
তখন তোমার মনের গভীরে গিয়ে আমি চুপকথা'কে খুঁজি,
একবার যদি তুমিও বলে দাও, আমায় তুমি 'ভালোবাসো'
তবে আকাশের সন্ধ্যা তারা'কেও তোমায় এনে দিতে রাজি।


১১ ই এপ্রিল, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর