ওদের এড়িয়ে যাওয়াই ভালো

যারা তোমার থেকে পালিয়ে যেতে চাই অনেক দূর
তাদেরকে কখনও তুমি ধরার চেষ্টা করো না,
যারা মানুষে মানুষে ভেদাভেদ করে বারংবার
তাদেরকে কখনও তুমি ক্ষমা করো না।
যারা অভ্যাসে থাকে, এড়িয়ে যাই অচেনা ভীড়ে
সব সম্পর্কের টানাপোড়েনে তারা নিঃস্ব হোক,
দায়িত্ব বা কর্তব্য এড়িয়ে গিয়ে যারা শুধু স্বার্থ খোঁজে
অন্তত তাদেরকে কখনও তুমি বিশ্বাস করো না ।