ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে যদি অক্ষর সাজাতে না পারিস
তাহলে নিজেকে কেন কমিউনিস্ট বলে দাবি করিস  ?
রক্তের শোধ, কলমের জোর দিয়ে দেখিয়ে দে তোরা
চাইলেই তোরাও নতুন সাম্যবাদী দেশ গড়তে পারিস।
যদি তুমি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হতে পারো
তাহলে আমিও রক্ত দিয়ে লিখতে পারি 'বিপ্লব'
মানুষের কাছে মানুষই যদি মূল্যহীন হয়ে যায়,
তবে ব্যারোমিটারে মেপে দেখ ওদের মানসিক চাপ।
গতকাল যে শ্রমিক ছিল, আজ সে হোক মালিক
আসলে ইতিহাস তো পরিবর্তনের অপর নাম
রক্ত দিয়েই আজ না হয় জাতিভেদ মুছে দিস তোরা
দেখিয়ে দিস পুজো আমার, ইদ আমার, আমারই মহরম।
ওঠো ছাত্রদল, ওঠো যুবসমাজ, ঘুমিও না আর
এক যুগের খিদে নিয়ে যে উন্নত শিরে দন্ডায়মান,
তার বোন গলির কোণা থেকে হারিয়ে আজ ধর্ষিতা
তার রক্তাক্ত ছেঁড়া কাপড় হোক আমাদের জাতির নিশান।


৩ রা অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর


(এই কবিতাটিকে রাজনৈতিক আঙ্গিকে নেওয়ার প্রয়োজন নেই। )