যখন জন্মেছিলাম তখন একদলা রক্ত নিয়ে জন্মেছিলাম
কারা যেন বলে আমি রক্তারক্তি একদম ভালোবাসি না  !
নষ্ট হওয়া প্রতিটি ফোঁটা রক্তের দাম দিতেই হবে ওদের
তার জন্য যদি ভাঙতে হয় তাহলে ভেঙে দেব সব সীমানা।
ওরা নিষ্পাপ বলে শুধু আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়
রাস্তা, পথ ঘাট যেন হাজার হাজার মৃত কুকুরের রক্তে রাঙা
তোমার সারা শরীর গুলিয়ে ওঠে আর আমার চোখে হিংস্রতা
কথা দিচ্ছি সেই মৃত কুকুরের পাশেই হবে তোমার ঠিকানা।
রক্তাক্ত মাংস কিনতে তোমরা যখন ভীড় করো কসাইখানায়
তখন আমার সারা শরীর শিউরে ওঠে মানবিকতার বিসর্জনে,
তোমার সন্তানকে কখনও কেউ যদি পিষিয়ে দেই পিচের রাস্তায়
কেমন লাগবে একটু ভেবে দেখো, নিজের ভীষণ সংগোপনে।
ওরা প্রতিবাদ করতে পারে না, তাই তোমরা হও সুবিধাভোগী
তোমার গাড়ির চাকায় লেগে থাকে মৃত কুকুরের ছেঁড়া নাড়ি,
একদিন সব রক্ত মিশে গিয়ে পৃথিবীর রং হয়ে যাবে গোধূলি
তখন জন্ম নেবে এক পারিয়া, হবে পরিবর্তনের হাতে খড়ি।


৩ রা ফেব্রুয়ারি, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর


(এই কবিতা'টি 'পারিয়া' থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। ধন্যবাদ সমগ্র পারিয়া টিম'কে এইভাবে ভাবার জন্য, ধন্যবাদ সিনেমার পরিচালক সহ সমস্ত কলাকুশলীদের'কে...... )