আমাকে তুমি নির্দিষ্ট সীমায় বেঁধে রেখো না।
তোমার সীমা আমার জীবনে 'রোধে'র মতো বাধা দিচ্ছে
প্রতিটি দিন, প্রতিটি মুহুর্তে, অল্প অল্প করে ....... ।
তোমার শিখিয়ে দেওয়া নির্দিষ্ট কয়েকটি 'কিওয়ার্ড'
আমার জীবনের 'প্রোগামিং' এ 'রান' হতে দিচ্ছে না।
আমার মনে হচ্ছে আমিই বারবার 'কোডিং' ভুল করছি।
'আইডেন্টিটি ম্যাট্রিক্সে'র সঙ্গে যেকোন 'ম্যাট্রিক্সে'র গুনের মতো
আমার জীবনটাও আজ 'আইডেন্টিটি ম্যাট্রিক্সে'র মতো
আমি মূল্যহীন হয়ে যাচ্ছি আর তুমি একইরকমই থাকছো....... ।
তুমি আমায় প্লিজ 'ব্রেক ডাউন' হতে বাধ্য করো না।
আমাকে তুমি নির্দিষ্ট সীমায় বেঁধে রেখো না।
জানো, মাঝে মাঝে আমার ইচ্ছে করে
'ইলেকট্রন' এর মতো হালকা কম্পন হতে হতে
হঠাৎ করে ছিটকে বেরিয়ে যায় সব বন্ধন ছিঁড়ে....।
মনে হয়, সব মোহ-মায়া, যন্ত্রণা কাটিয়ে মুক্তি লাভ করি।
একটা খুব ক্ষণস্থায়ী মুহুর্তের জন্য ভুলে যেতে চাই
তোমার জীবনের 'ডিভাইস' পুড়ে ছারখার হয়ে যাবে।
আমাকে তুমি নির্দিষ্ট সীমায় বেঁধে রাখতে পারো না।
হঠাৎই দেখবে একদিন আমিও তোমার কথানুযায়ী
'ক্লকওয়াইজ' না ঘুরে, 'অ্যন্টি ক্লকওয়াইজ' ঘুরব ......।
আর আমাদের সম্পর্কের আগে 'নেগেটিভ' চিহ্ন বসবে।