জীবন হয়ে গেছে আজ মরা ঝিনুকের মতো
ভুলেও করো না তাতে ঝিকিমিকি মুক্তোর খোঁজ
যে নদী ভীষণ পাহাড় ভেঙে মোহনা খুঁজে মরে
তার সাথেও তো ঝিনুকের দেখা হয় না রোজ !
জীবন হয়ে গেছে আজ দামি বিষাক্ত বোতল
আমাদের সামনের নীল গ্লাসে দু টুকরো বরফ,
প্রতিটি চুমুকে যেন এক ভুলে থাকার ভীষণ স্বভাব
হয়ত ক্ষণেকের জন্য হলেও কিছু স্মৃতি পাই লোপ।
জীবন হয়ে গেছে বাদামের খোলার মতো নরম
যে ঢেকে রাখে তার ভিতরে, জীবনের পুঞ্জীভূত শক্তি
আমার মনের এক ধূসর কোণে জমে আছে স্বপ্ন
ঘৃণাকে আজ হত্যা করে, বাড়িয়েছি অন্তিম ভক্তি।
জীবন আজ শুধু চাইছে একবার শিশুর মতো কাঁদতে
লিখতে চাইছে আরও এক কলম বাদামী পান্ডুলিপি,
বলতে চাইছে ভীষণ চিৎকার করে এক অভিমানী গল্প
কে বা জানতে চাই, আমারও ছিল এক প্রাক্তন তাম্রলিপি।


২৮ শে সেপ্টেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর