ভাঙা ইটে যারা স্বপ্ন গড়ে যায়, নিজের মতো
প্রখর রোদের কাছে তারা সর্বদা অনমনীয়,
পাথর কাটা শরীরে তাদের একটু নরম মাংস
তোমার কোমল হাত তাতে একটু ছুঁয়ে দিও।
বিশাল পৃথিবীতে ওদের কোনো স্থান নেই
শুধু লোমকূপ দিয়ে বেরিয়ে আসে ফোঁটা রক্ত,
জোড়া হাত তবুও তোলে স্বপ্ন গড়বে বলে
নরম মাংসে কেন্দ্র'টা তাদের ভীষণভাবে শক্ত।
ওদের মুর্খতা মুছে দেয় তোমার যা আছে সুক্ষতা
তবুও হৃদয়ের গরাদে তোমাকেই আটকে রাখে,
জীবনের অন্তিম নিশ্বাসেও ওদের মুখে হাসি
তুমি লুকিয়ে হৃদয় খোঁজ, সেই ছায়াপথের বাঁকে।
তবুও ওরা ভাঙা ইটে স্বপ্ন গড়ে, তোমার মতো
ভুলে যায় কি ছিল অতীতের নিশ্চল ইতিহাসে,
স্বপ্ন হয়ত সত্যি হয় কোনো হৃদয়হীনের রাতে
খুঁজে চলে সেই সুগন্ধি চুল, পুরানো দূর্ব্বা ঘাসে।


২ রা অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর