বৃষ্টি তুমি আমার বন্ধু হবে  !!
তোমার সাথে ভিজব সারাক্ষণ,
তোমার সাথে হাত মিলিয়ে
ভেজাব মাটি, সবুজ ছুঁয়ে দেখব।
তারপর এক ছুটে পালিয়ে যাব
নদীর তীরে, খেলব মাছেদের সাথে।
রাস্তা দিয়ে যখন তুমি আর আমি
হাত ধরাধরি করে যাব, তখন দেখব
কত পথিক আশ্রয় নিয়েছে গাছের তলে
তারপর ওদের থেকে বিদায় নিয়ে
যাব এক রাজ কন্যার কাছে
তোমার ছোঁয়ায় তার শরীরে
আনবে ভালোবাসা, আমি দেখব সেসব।
তারপর তোমার সাথে দৌড়ে যাব
এক ভাঙা মাটির টালির চালে
অভুক্ত এক শিশু তোমায় ভালোবাসলেও
ওর মায়ের চোখের নোনতা জল
তোমার আর আমার চিবুক বেয়ে নামবে।
আর আমরা চাইলেও পালাতে পারব না।
তুমি মেঘের সাথে চুক্তি করে মুক্তি দেবে তাদের।
বৃষ্টি, তুমি আমার সাথে নেবে তো  !!
তুমি আমার বন্ধু হবে তো  !!


২৪ শে মার্চ, ২০২৩, রাত্রি ১২ টা ৫৭ মিনিট