সম্পর্কটা সকালের এক গাঢ় মিষ্টি রোদের মতন
দুষ্টামি, ভালোবাসা যেন মিশে যাই স্মৃতির ছোঁয়ায়,
মাঝে মাঝে খুনসুটি বাসা করে স্মৃতির আঁতুড়ঘরে
আর সম্পর্কের মলিনতা ভাসে যেন বন্ধনের খেয়ায়।
ঈশ্বরের মনের মাঝে লুকিয়ে রাখা সেই চরম মিথ্যা
বাইরের সেই ভয়াবহতা শুধু হিংসাকে ফুটিয়ে তোলে,
ভালোবাসা পালিয়ে বেড়ায় আবেগকে বিতাড়িত করে
আর সম্পর্কটা যেন এক সহিষ্ণুতার পালকিতে দোলে।
গোপনে দেব ভাবি একটা রোদমাখা পড়ন্ত বিকাল
নয়ত কখনো দেব ভাবি এক মলিনতাময় সুন্দর সন্ধ্যা,
কিন্তু মিষ্টি গন্ধের সাথে সম্পর্কের সততা মিশিয়ে
ফুলের সুবাস বলে, জানি, আছে লুকিয়ে রজনীগন্ধা।
যদি কখনও সম্পর্কে সব বাঁধা ছাড়িয়ে,বাড়ে দূরত্ব
খেয়াল রেখো সময়ে, করবে আনচান এ ব্যাকুল মন
প্রত্যেক বাঙালির হৃদয়ে হোক আর একটা সুরেলা হৃদয়
সবার মাঝে সর্বদা বিরাজ করুক বাঙালীর রাখীবন্ধন।


সমাপ্ত