তুমিই সেই আমার ছেলেবেলার রবি,
তোমার বহুমুখী প্রতিভা উজাড় করে
ভিজিয়েছো আমার এ হৃদয় বহুবার।
আমার একাকিত্বের চিরসঙ্গী তোমার লেখা
যা পাঠে খুঁজে পেয়েছি হারিয়ে যাওয়া মণিকে,
পেয়েছি কত না হারিয়ে যাওয়া প্রেম,
কত গুরুকে আজও ভয় পায় তোমার পৃষ্ঠায়।
সেই অচলায়তনে নিয়মকানুন মনে পড়ছে,
মনে পড়ছে সেই বোবা সুভা'র কথা,
মনে পড়ছে সেই মাষ্টারমশায়'র ছেলেমানুষি,
আবার কখনও কখনও নিজেকে পেয়েছি তোমার
সেই ঐতিহাসিক অকপটের আড়ালে
ত্রিপুরার রাজা অমরমাণিক্যের পুত্রদের সঙ্গে
আবার কখনও চোখের সামনে ভেসে ওঠে
সেই কাবুলিওয়ালা, বা কখনও ভিখারিণী।
কখনও হৃদ স্পন্দন বেড়েছে মণিহারা'য়,
আজ এসেছে আর একটা ২৫ শে বৈশাখে
একটা কথায় ভাবছি আমি মনে মনে ....
"তোমার প্রতিভার 'গুপ্তধন' রেখেছো কোথায় ?"