হঠাৎ করেই বৃষ্টি আসুক, তোমার আমার দেখা হোক
বিকেলে পলাশের প্রান্তের জমে উঠুক লাল রক্তের আভা,
সূর্য ছায়ায় ঢাকুক জীবন, লেপটে যাক তার চোখের কাজল
পাহাড়ের কোলে কৃষ্ণচূড়াকে পুড়িয়ে দিক উত্তপ্ত লাভা।
ছিঁড়ে যাক নরম গাছের পাতা, নষ্ট হোক দারুণ সৌন্দর্য
ভুলে যাক সেও কি ছিল অতীতে, আছে কি ভবিষ্যতে,
চাঁদের গায়ের গর্ত বা পদ্মের ফুলে বসুক কালো ভ্রমর
ইচ্ছাশক্তির জোর বড্ড কম, যাই কি আসে তার মতামতে।
হঠাৎ করেই বৃষ্টি আসুক, আবার দেখা হোক আমাদের
সন্ধ্যের পর কোনো নির্জন গলির কোণে আলোর আড়ালে,
গোপনে গোখরোর মতো হোক ফিসফিসে কথোপকথন
তারপর, রক্ত মাখা মাংস দেখবে সবাই সাদা কাপড় সরালে।


এইভাবে, কালো ভ্রমর পদ্মের পাপড়ি থেকে রক্ত খাবে
দেখবে জাতি, দেখবে সমাজ, দেখবে লালায়িত মানুষ,
কবির কবিতারা ছুটে যাবে ওদের কাছে একটু মুক্তির জন্য
আসলে ওরাই তো এই রক্তাক্ত সন্ধ্যার এক অনু শোষক।।


২১ শে সেপ্টেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর