হারানো সময়গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে বারবার
সেই রাজপুত্র দের সঙ্গে ঘটে চলা নানারকম ঘটনাগুলো
কখনও সম্পত্তি নিয়ে, রাজত্ব বা কখনও প্রেমের ছোঁয়ায়
আর ঠাকুমার ফেলে যাওয়া স্মৃতিকথায় পড়ে গেছে ধূলো।
প্রতিটি মন খারাপের সময় পরীরা দেখা দিত ভালোবেসে
চুপটি করে পাশে বসত, তাদের সাথে কত  কথপোকথন,
মাথায় হাত বুলিয়ে বলত তাদের রূপকথার শহরের গল্প
রূপকথার পরীরা ঠিক যেন আমার গল্পকার ঠাকুমার মতন।
রাজায় রাজায় যুদ্ধ হত আর যেত নাকি অনেক প্রজা মারা
অনেক প্রজা পেত সাজা, স্বামী হারা, সন্তান হারা পিতা হারা,
গল্প শুনে চোখে আসত জল,কিন্তু রাজা রাজাই থেকে যেত
আমার ঠাকুমা আজও গল্প বলে শোনে শুধু ঐ ধ্রুব তারা।
পরীরা আজ আর আসে না বোলায় না আর মাথায় হাত,
রাজায় রাজায় যুদ্ধ হয় না, রাজাকার প্রথা নিয়েছে বিদায়
চতুর শেয়াল আজ আর চতুর নেই হয়ে গেছে বড্ড বোকা
আর আমার ঠাকুমা ও তার বলা গল্প জুড়ে আছে এ হৃদয়।


সমাপ্ত