একটা ভয়াবহ তন্দ্রাচ্ছন্ন গভীর রাত
দূরে চাঁদের থেকে আসছে ফিকে আলো
উঁকি দিচ্ছে অভিমানি স্বপ্নের মতো
আমার ঝিমিয়ে পরা অন্ধকারময় ঘরে।
আর তারই মাঝে নেমে এসেছে কালো পর্দা
আমি জানালার ধারে নীরব দাঁড়িয়ে
নিশ্বাস যেন সব ক্লান্তি ত্যাগ করে দিতে চায়।
ঠোঁটের কোণে জ্বলছে আমার,একটা নিকোটিন
যার ধোঁয়া কুন্ডুলী পাকিয়ে অনন্তে মিলে যাচ্ছে।
হঠাৎ প্রচন্ড দাপাদাপি শব্দে আমি দেখলাম
স্তব্ধতা কাটিয়ে একটা ছায়া সারা ঘরময় ঘুরছে।
দেখে মনে হচ্ছে যেন সে মুক্তি পেতে চায়
কিন্তু বেরোতে পারছে না কোনোভাবেই।
তারপর হঠাৎ ঠোঁটের কোণে লেগে থাকা
নিকোটিন হালকা ছাঁকা দিল কম্পিত ঠোঁটে।
একবার চাঁদের দিকে তাকালাম, দেখলাম
চাঁদ লুকিয়েছে দুষ্টু মেঘের আড়ালে।।


সমাপ্ত