যেটুকু ভালোবাসা ছিল, বৃষ্টিতে ধুয়ে গেছে
আজ শুধু নিরুত্তর আমি, কাদা জল মেখে আছি
পৃথিবীর আদিম ক্ষিদে যদি ওদের গিলে খায়
কখনও ফিরেও দেখবে না, এই বনবাসী।
ওরা বেঁচে থাক, সভ্যতার নগ্নতার সাথে সাথে
আমি রক্তমাখা শরীর দেখে ভয় পাই না আর,
ওরা বিপ্লবীর হাতে অস্ত্র দেখে ভয় পেলে,
মায়ের বক্ষদেশ মুছে দিক আছে যত অনাহার।
যেটুকু ভালোবাসা ছিল গোপনে, মুছে গেছে সব
আমি তবুও ওদের ভালো চেয়েছি বারংবার
যেখানে সরিসৃপের বুকে হেঁটে চলাটা অপরাধের
সেখানে চুরমার করে দাও আছে যত কারাগার।


সমাপ্ত


২৩ শে আগস্ট, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর