তিনিই আসলে শের ই মহীশূর বা মহীশূরের বাঘ
তিনি ক্ষিপ্র, তিনিই হিংস্র, আছে বাঘের মতো তাক।
টিপুর দোয়ায় হয়েছিল এক পুত্রসন্তান,তারও নাম টিপু,
বাঘের মতোই লাফিয়ে পড়ে, নিঃচিহ্ন করেছিলো ষড়রিপু।
তিনি স্বাধীনতাকামীতার জন্য পরিচিত ভারতের বীরপুত্র নামে
তিনিই নতুন ভূমিরাজস্ব চালু করেছিলেন মহীশূরের রেশমে।
তার আমলেই প্রথম তৈরি হয় বিশ্বের প্রথম রকেট আর্টিলারি,
এন বোনাপার্ট, ইঙ্গ মহীশূর যুদ্ধে ছিলেন তার সাহায্যকারী।
তার বুদ্ধিতেই তৈরি হয় টিপু'স টাইগার ও আরও কত কিছু  !
দম দেওয়া বাঘের ভয়ে, ব্রিটিশদেরও হাঁটতে হয়েছিল পিছু।
১৮০৬ খ্রী. শুরু হয় বিদ্রোহ, থেকে যায় এ বিদ্রোহের রেশ
টিপু সুলতানের পরিবার ধু্ঁকে ধুঁকে, শেষে হয়ে যায় নিঃশেষ।
বাঘ প্রিয় টিপু সবসময় ভাবতেন , বাঘ ই তার ঈশ্বর,
জীবন থাকলে বাঘের মতো বাঁচো,কারণ এই জীবন নশ্বর।
১৭৯৯ তে টিপু হেরে যায়,থেকে যায় তার সাহসীকতার চিহ্ন
ভেলোরের দূর্গ, আছে সেই প্রাসাদ, শুধু হয়ে গেছে জরাজীর্ণ।


বাংলার রেঁনেসা পত্রিকা, (ঐতিয্য সংখ্যা, ২০২৩)