একটা ছোট্ট ইনভেস্টিগেশন,
যার কারণ খুবই নগন্য,
হতে পারে গলায় দড়ি,
কিংবা বিষপান।
অর্থাৎ
অপ্রয়োজনীয় ইচ্ছা মৃত্যু।।


দীর্ঘদিন অশান্তিতে
ভুগতে ভুগতে
একটা ক্ষণস্থায়ী সিদ্ধান্ত,
শুধুমাত্র নিজেকে মুক্তির জন্য।
সবার কাছ  থেকে বিদায় নিয়ে
সুন্দর অবুঝ পৃথিবী ছেড়ে চলে যায়।


কিন্তু তবুও
আমার হৃদয় মাঝে একটা প্রশ্ন
জেগে ওঠে বারবার,
'সেই ইচ্ছা মৃত ব্যক্তিটি
মুক্তির স্বাদ পেল  কৈ ?'
যেটা তার পাওয়া উচিত ছিল
'মুক্তির পর কিন্তু মৃত্যুর আগে।'
সেটা যদি নাই বা পাই,
তাহলে ইচ্ছা মৃত করে কি লাভ !
তাইতো বেঁচে থাকতে চাই।
শুধু মাত্র নিজেকে স্মরনীয় করতে,
এই সংক্ষিপ্ত জীবনের
সংক্ষিপ্ত সময়ে।।


কেমন লাগলো কমেন্টে জানান। ধন্যবাদ ...


                  -------