কিছু নিরাবতা মুক্তি পায় তোমার গানে ..
আমার ভাবাবেগ ফিরে আসে বারবার
সযত্নে তুলে রেখেছিলাম কিছু স্মৃতি ....
হয়ত আমার মনের পুরানো অ্যালবামে,
সেগুলোও গানে গানে ভরিয়ে দিলে সুরে।
একটা অসাধারণ কন্ঠে যেন মিশে রয়েছে
আমার ব্যর্থ হওয়া কিছু স্বপ্ন .......।
হৃদয়ের কাছে তোমার কন্ঠের প্রতিটি ধ্বনি
ফিরে ফিরে আসে বারবার প্রতিধ্বনি হয়ে
আর আঘাত করে আমার হারানো স্মৃতিতে।
লিরিকের সাথে কন্ঠ, কন্ঠের সাথে মিউজিক,
মিউজিকের সাথে হৃদয়,হৃদয়ের সাথে অতীতে
ফিরে যাওয়াটা একমাত্র তোমার পক্ষেই সম্ভব।
যেখানে সুরে সুরে মিশে যাই মনের কল্পনায়।
শুধু তোমার পক্ষেই সম্ভব, তোমার পক্ষেই.....
যেকোন জটিল সমস্যার সরলতম সমাধান।
তোমার কন্ঠেই সমাধি দিয়েছ আবেগী মনকে।
ধূলো জমা কিছু মানুষের হারানো স্মৃতিকে
তুমিই পরিষ্কার করেছো তোমার মিষ্টি সুরে।
কত মানুষের অতীতকে ভুলে থাকার, বেঁচে থাকার
একমাত্র ঔষধ রয়েছে তোমার সকল গানে।
কারণ তারা খুঁজে পেয়েছে তোমার সুরের মানে।
সেজন্যই তো তুমি 'কিং অফ প্লেব্যাক সিংগার'
হয়েছো সবার ভালোবাসার প্রেমের অভিসার।
তুমি হয়েছো আমার অবুঝ অনুভবের কিং
খুব ভালো থেকো তুমি দাদা 'অরিজিৎ সিং'।