তুমিও আমাকে যতটা সম্ভব দূরে ঠেলে দিও।
আমি ভীতু, সাহস পেলে অবহেলাকে ভালোবাসি,
গোধূলির আগে ঘরে ঢুকি, সূর্যাস্ত দেখবো না বলে
আমি পরাজিত গাং শালিক, অনুভূতির ক্রুদ্ধ দাসী।
আমি উদ্মাদ, আমি বিভীষিকা, আমাকে ত্যাগ করো।
আমি বিপ্লব, আমি বিদ্রোহ, রক্তকে ভীষণ ভালোবাসি,
হাতিয়ার তুলি বারবার, বিপ্লবের আগুনে জ্বলব বলে
আমি ডুবে যাওয়া টাইটানিক, অপেক্ষার ক্রুদ্ধ দাসী।
তুমি আমাকে যতটা সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করো।
আমি ভবঘুরে, সন্ধ্যেবেলা নদীর শিথিলতা ভালোবাসি,
আমি পালিয়ে যাই বারবার, সংসার বাঁধবো না বলে
আমি মুক্ত আকাশে উড়া পাখি, আবেগের ক্রুদ্ধ দাসী।
আমি শয়তান, আমি হিংস্র, আমাকে ত্যাগ করাই শ্রেয়।
আমি মানুষের রক্তে 'বসন্ত উৎসবের আনন্দ' ভালোবাসি,
আমি ন্যায়ের জন্য মাথা উঁচু করি, অন্যায়ে করব না বলে
আমি সেই রোমিও, চরম ভালোবাসার এক ক্লান্ত দাসী।


২৩ শে মার্চ, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর