যেদিন তুমি কাশফুল তুলতে নদীর ধারে গিয়েছিলে
সে'দিনই তোমায় প্রথম দেখেছিলাম মুগ্ধ দৃষ্টিতে,
আমার সেই মুগ্ধতা শরতের আকাশের মতো ছিল নীল
আর আমার বেদনা গুলো ভিজে ছিল অসময়ী বৃষ্টিতে।
তোমার ঐ চোখ দুটো ছিল ঘাস ফুলের মতো  নির্মল
মনের সহিষ্ণুতা ফুটে উঠেছিল তোমার কথার ভাঁজে,
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির ফোয়ারা
ঝরনা হয়ে ধুয়ে দিয়েছিল আমার যেটুকু ছিল বাজে।
আমি কল্পিত নিরালায় আগমনীর ডাকে তোমার কন্ঠ শুনে
মনে মনে হিসেব করি সদ্য ফোঁটা পদ্মের বেখেয়ালীপনা,
শরতের কাশবনের মাঝে তোমায় লাগছে পাপড়ির মতো
এক পায়ে দাঁড়ায়ে থাকা বকটাকে লাগছে বড়ো আনমনা।
নদীর অতল জলে অনন্ত আকাশ হয়েছে মিলেমিশে একাকার
নদীর স্বচ্ছ জলে দেখতে পাই তোমার স্নিগ্ধতা ছোঁয়া মন
পেঁজা তুলোর মতো তোমার অভিমান উড়ে যাই দিগন্তে
শরতের নীলাকাশে অপেক্ষা নয়,এসেছে খুশির আগমন।


সমাপ্ত
-------------


পুজো পুজো গন্ধ লেগেছে আজ আকাশে বাতাসে


সবার পুজো ভালো কাটুক। এই কামনায় করি।


--------------


এই কবিতাটি 'সাহিত্য চেতনা' ওয়েব পত্রিকায় প্রকাশিত।।