শব্দগুলো আজ অর্থহীন, মুখগুলো নির্বাক
ভালোবাসা লুকিয়েছে দেখ চোরাবালিতে,
প্রেমের যুগলবন্দী ফটোগুলো ভস্ম হতে চায়
পুড়িয়েছি নিজেকে তার অল্প তাপের ছোঁয়াতে।


অন্ধকার তবুও ঘোরাঘুরি করছে আমার চারপাশে,
শুকিয়ে যাওয়া গোলাপের কাঁটা এখন মৃতপ্রায়
পাপড়ির রঙে কেউ টেনেছে হয়ত কালো রংতুলি।
কোকিলটা আজকাল কেমন বিশ্রী সুরে গান গায়।


স্পর্শগুলো মাঝে মাঝেই স্বপ্ন ফেরির মতো খোঁজে
রাত জেগে পুরানো বইয়ের ভাঁজের চিঠির মানে,
মনে হয় এক অশরীরী আত্মা আমার পাশে বসে
হাত বোলায় হাতে আর কি যেন বলে কানে কানে।


অনেক রাত পর্যন্ত জেগে থাকা সেই অপেক্ষারা
আজ অহেতুক হয়ে পড়েছে অবশ,হতাশ ও ক্লান্ত
ঘন্টার কাঁটা যেন এখন নিয়েছে মিনিটের স্থান
মধ্যরাতের নীরাবতা ক'দিন হয়েছে দেখি খুব শান্ত।


সময়ের পরোয়া করিনা আর,অজুহাতও মুক্তি চায়
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছি দু'জনে মুখোমুখি
স্বল্প আনন্দের বিনিময়ে অলসতা তো নিয়েছে ছুটি
প্রয়োজন হয় না তার আর,সেই পরশ্রীকাতর সখী।


তবুও চাতকের মতো চেয়ে থাকি আকাশের পানে
অল্প একটু ভালোবাসার পুষ্প বৃষ্টির কামনায়,
ঘাড়ের কাছে চেনা নিশ্বাস,ফিরুক সেই চেনা স্পর্শ
মুহুর্তগুলো অবিকল হোক, তোমার ভালোবাসায়।