তুমি বরং চুপ থেকো আরও কয়েকদিন
আমি অন্যায়ের সীমানা পার হয়ে যাব,
শোষনের আর শাসনের মাঝের যে গলিপথ,
তোমার না হয় একটু হলেও ভাগ দেব।
তাই তুমি বরং চুপ থেকো আরও কিছুদিন
আমি শত শত খুন করে লুটে নেব সব,
তাকে গভীর অন্ধকারে বেওয়ারিশ লাশ কোরো
যে বেঈমান আমাদের বিরুদ্ধে তুলবে কলবর।
কিন্তু তবুও তুমি মুখে কুলুপ এঁটে থেকো
এতটুকুও শব্দ হলে তোমাকেও মরতে হতে পারে,
মনে রেখো, তুমি একা নও, আছে পরিবার,
তারপর ওরাও মরবে, না খেতে পেয়ে, অনাহারে।
মনে রেখো, চুপ থাকলে কাউকে মরতে হয় না,
আমার যেটুকু আছে তার তো কিছুই আমার নয়,
ইচ্ছে তো আমারও করে, ওদের শেষ করে দি
তবুও আছে পিছুটান, লাগে আমারও ভয়।