কখনও ভালোভাবে তোমাকে দেখাই হয়নি
কখনও তোমার অবয়ব ভেসে আসেনি চোখে
কখনও বলিনি তোমায় চুপচাপ মনের কথা
ভেবেছি তোমায় শুধু, ভাবিনি কি বলবে লোকে  !
কখনও নোঙরের টান নৌকা, হৃদয় হোঁচট খায়নি
কখনও গভীরতা মেপে দেখিনি ডুবে যাওয়া সময়
তোমায় পাবো না বলেই, কানামাছি খেলেছি শুধু
খরস্রোতে আজ যাচ্ছি ভেসে, পাথরের অবহেলায়।
পুরানো কাগজে পড়েছে আজ হলুদের ঝাপসা ছাপ
তবুও তোমায় খুঁজছি তার কালো কালো অক্ষরে,
নক্ষত্রের কাছে তোমার সাথে যেন আবার দেখা হয়
আমি ভালোবাসি তোমায়, তুমিও ভালোবেসো আমারে।
কখনও তোমার চোখে চোখ রাখার সাহস হয়নি
আমার দু'চোখ খুঁজছে মরুভূমিতে তোমার অবয়ব
শূন্য মরীচিকা যেন ছুটছে আমার চারপাশ জুড়ে ,
জীবনটাই মৃত যখন, তোমায় দিলাম সবটুকু শব।


১২ ই অক্টোবর, ২০২৩
আমুদিয়া, স্বরূপনগর