যে ভালোবাসা তোমার আমার দূরত্ব তৈরি করে
আমি তাকে ভালোবাসা বলি না, বলি অভিশাপ,
যদি কোনোদিন মাঝরাতে আমায় হঠাৎ মনে পড়ে
খোঁজ নিয়ে দেখো, তোমার স্মৃতির বেড়েছে উত্তাপ।
আমি তো দেবদাস হতে চাইনি, চাইনি হতে শ্রীকান্ত
তবুও ভাবি তুমি রাজলক্ষ্মী নও, আমার সেই পারু,
আমি সেই প্রেম হতে চাই না যা বারবার কষ্ট দেই
তোমার স্বপ্নে অন্য কেউ, তুমি হয়ে যাও অন্য কারু।
জ্যোৎস্নাস্নাত রাতে আজও আমার অপেক্ষায় বনলতা
চাইতাম সে আসুক নেমে, আমরা ঘুম হারানো চোখে,
তারপর একদিন 'অপেক্ষা'র ট্রামের ধাক্কায় হবে মৃত্যু
আর বিষন্নতার কালো মেখ জমবে তোমার চোখে মুখে।


তারিখ - ৬ ই মে, ২০২৩