একাকিত্বের পথে হাঁটতে হাঁটতে
আজ আমি বড়ো ক্লান্ত, পরিশ্রান্ত।
কারণ এ পথ বড়ো বন্ধুর
তাই কষ্টকে সাথী করেছি কিন্তু
এ পথের ধারে কোনো বৃক্ষ নেই
যার তলে আমি বিশ্রাম নিতে পারি অল্পক্ষণ।
খা খা করছে চারপাশ মরুভূমির মতো
আশেপাশে কেউ কোথাও নেই,
তাই নিঃসঙ্গতা ধরা দিচ্ছে আমার স্বপ্নে।
তবুও কিছু কথা ডানা মেলেছে.......আজও
অসীম শূন্যতার দিকে সে উড়ে যেতে চাই।
কেন জানি না বারবার যেন মনে হয়
তোমাকে জিজ্ঞাসা করি...তুমি কেমন আছো?
কিন্তু তুমি তো চাইছো আজ
আমার চোখের জলে ধুয়ে যাক আমাদের স্মৃতি।


একাকিত্বের শহরে থাকতে থাকতে
আজ যেন মনে হচ্ছে
আমাদের ভালোবাসার সাম্রাজ্যে আমি
সম্রাট হতে চেয়েও হতে পারিনি তবে
একাকিত্বের রাজ্যে আমি রাজা হতে পেরেছি আজ।
যেখানে আমার নির্দেশেই
দিন শুরু হয় সুপ্রভাতের অভিনন্দন জানিয়ে
আর রাত্রি নামে সুন্দর স্বপ্ন সঙ্গে নিয়ে।
যেখানে অপেক্ষারা আজও
অপেক্ষারত হয়ে থাকতে চাই কারণ
আমার অপেক্ষার ডাইরির পৃষ্ঠা অফুরন্ত।
এখানে ভালোবাসা নামক শব্দটি নিয়ে
কেউ কখনও কাটাকুটি খেলে না।
এখানে কেউ ভালোবাসার প্রতিটি ছত্রে ছত্রে
ভুল খুঁজতেই চায় না।
সেজন্য এখানে আমি খুব ভালো আছি।


আর তোমার বিবেচনার সাম্রাজ্যে
তুমিও ভালো থেকো, তোমার মতো করে।