ভোকাট্টা ভাসছে ঘুড়ি
সদ্য ফোটা গোলাপ কুঁড়ি
স্বাধীন চেতার হুড়োহুড়ি।
গেল গেল সবই গেল,
একূল, ওকূল, দুকুল গেল
হুঁশিয়ারি হারিয়ে গেল,
বেইমান সব হিসেবগুলো
হাটে হাঁড়ি ভেঙ্গেই দিল।
সময় যখন দৌড়ে পালায়,
তাল মেলানোর জোয়ার ভাঁটায়,
মিছে কথার টালবাহানায়,
রাতের স্বপ্ন, কোমর দোলায়।
বকবকমের মণিকোঠায়,
মাতাল হাওয়া চোখের ভাষায়,
পথ হারানোর নতুন দিশায়,
মানভঞ্জন চিলেকোঠায়।
হাঁটতে হাঁটতে কথায় কথায়,
পথটা হারায় অবলীলায়,
গোলাপ ফুলের দেওয়া নেওয়ায়,
বেহুঁশ মনে স্বপ্ন সাজায়।
অনেক কিছুর যোগসাজশের
কলসী ভরা কানায় কানায়,
ভরা ফাগুন রঙিন নেশায়
পলাশ বনে আগুন লাগায়।
খুব সুন্দর পরিবেশনা।
ফাগুন মাসে আগুন লেগেছে বুঝি
মনের অলিগলিতে চলছে খোঁজাখুঁজি ।
ফেলে আসা দিন সামনে সোজাসুজি
সে বুঝি সামনে খোঁপায় পলাশ গুঁজি।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
অনেক অনেক ভালো লাগলো প্রিয় কবি।
নিরন্তর শুভকামনা কবি।ভালো থাকার শুভেচ্ছা অনিঃশেষ।
ছন্দের যাদুতে সুখ পাঠ্য!
শুভেচ্ছা সতত প্রিয় কবি।
একটানেই এমন ছড়া/ কবিতা
মনটা ভরে যায়।
ভীষণ ভীষণ ভীষণ মুগ্ধকর।
অনেক অনেক শুভকামনা রইলো কবি।
চলার পথে জীবন রথে দিশা হারায়,
হতবাক হয়ে হতে হয় বেশ অসহায়
অবলম্বনের খড়কুটো বড় নিরুপায়।
তবুও চলতে হয়।
সুন্দর বোধের অপূর্ব কাব্যিক প্রণয়ন মুগ্ধতার সাথে অসংখ্য শুভকামনা জানবেন সম্মানিত প্রিয় কবি।
ওঠে মনের অগোচর !!
বিজ্ঞকবির , সুর ছন্দে , অপূর্ব কাব্য পেলাম , মুগ্ধ !!
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।