চাঁদে বসে সুখ বোতামটা টিপে
দেখেছি আমি এক পৃথিবী সুখ,
জলরাশির ঢেউ এর তালে তালে
নাচছে সুখে হাজার প্রাণীর মুখ।
ঝর্ণা হয়ে নামছে নাচের তালে
বরফ চূড়া ঢাকছে সোনা রোদ,
হরিণ শিশু খেলছে সবুজ বনে
চির হরিৎ দুলছে দোদুল দোল।
চাঁদে বসে দুখ বোতামটা টিপে
দেখেছি আমি এক পৃথিবী দুখ,
লাগামছাড়া অত্যাচারের ফলে
অশ্রুসজল নিপীড়িতের চোখ।
মানুষ মারার অস্ত্র আবিস্কারে
ক্ষমতার ঐ হিংস্র কুটিল বোধ,
অর্ধ দক্ষ ডিজিটালের ফাঁদে
লুণ্ঠিত সব সাধারণের ধন।
ভবিষ্যতের বোতাম দিয়েছি টিপে
দেখতে পৃথিবীর ভবিষ্যতের রূপ,
দাঁড়িয়ে আছি হাজার রোবট সাথে
নেই তো তাদের চিত্তে কোনও সুখ।
মানব সৃষ্ট উষ্ণায়নের ফাঁদে
পৃথিবী একটি উষ্ণ জলাশয়,
রোবটরা সব চলে এসেছে চাঁদে
প্রাণী জগৎ অতীত অধ্যায়।
আরো কিছু বোতাম ছিল সেথায়
হাত দিইনি ভয়েই কাঁপে মন,
পাততাড়ি টা গুটিয়ে নিয়ে চাঁদে
ধরেছি আমি জন্মভূমির পথ।
স্নেহের পরশ দেবার অপেক্ষাতে
ফুলের তোরণ বাঁধছে জনগণ,
এটাই আমার নিজের মাতৃভূমি
রক্ষা করাই আমার জীবন পণ।
কবিতাটি শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত প্রণব মজুমদারকে উৎসর্গ করলাম, ওনার লেখা "জার্নি টু ৩০২২(১)" কবিতাটি পাঠে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লেখার জন্য।
অনবদ্য এবং অপূর্ব! শ্রদ্ধেয় কবি প্রনব মজুমদার এর দারুন কবিতার অনুপ্রেরণায় একটি যথার্থ সুন্দর মানবতাবাদী কবিতা! প্রতিটি স্তবক মন স্পর্শ করে গেলো! "আরো কিছু বোতাম ছিল সেথায় হাত দিইনি ভয়েই কাঁপে মন" জীবন যে কত সহস্র প্রকারে বিরূপ ইতিহাস জুড়ে, তারই কথা বলে দিলো পঙক্তিটি! খুব মুগ্ধ হলাম! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
দয়া করে অতীতের বোতামটাও টিপতে বলুন! হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়ার পর কি হলো, কেমন লাগলো, জানতাম। অশোকা আর আওরঙজেব যে আপন ভাইদের মেরে গদিতে বসেছিলেন,(তাদের যতই মাহত্ম্যপূর্ণ করি, এই মূর্খ তো চোখে গদির লোভ ছাড়া আর কিচ্ছু দেখছে না) ঐগুলোও দেখতে বলেন। ভাইকিংরা উত্তাল সাগর পেরিয়ে শুধু লুট করতে যখন ইংল্যান্ড আসতো আর নিরীহ নিরস্ত্র সব্বাইকে কুড়াল দিয়ে কুপিয়ে কচুকাটা করতো, সেটাও দেখতে বলেন। ধর্মের নামে কত মানুষ পৃথিবীতে নিধন হয়েছে তা গুনে বা "বোতাম টিপে" বের করতে বলেন। তাই বুঝি লিখেছেন
" আরো কিছু বোতাম ছিল সেথায়,
হাত দিইনি ভয়েই কাঁপে মন"
আমার পয়েন্ট হলো আমার বর্তমান আর ভবিষ্যৎ এতিম নয়। এই দুই এর পিতা, পিতামহ, প্রপিতামহ হলো আমার গৌরবময় অতীত। তাই বোতাম আর কি ভয় দেখাবে আমাকে?
অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
দারুণ চিন্তার সুশৃঙ্খল প্রকাশ। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
দারুণ উপহার!
আমি মঙ্গলে বসে বসে আপনার রঙ তামাশা দেখেই চলেছি প্রিয় কবি। কালকে শনিতে যাব আর কিছু ডাটা শাক বুনে আসবো তারপর যাব বৃহস্পতিতে। লোকে বলে বৃহস্পতি আমার তুঙ্গে। শুভকামনা রইল।
নিদারুণ সুন্দর উপহার ও দারুণ প্রীতিময় উৎসর্গ, কবি ও কবির কলমের জন্য অঢেল শুভ কামনা রইলো ভালো থাকুন কবি সব সময়।
খুবই ভালো লাগল
কবি মনের ভাবনা ও ভয়ের প্রেক্ষাপটে অপুর্ব সুন্দর উপস্থাপনা।
" এটাই আমার নিজের মাতৃভূমি
রক্ষা করাই আমার জীবন পণ। "
কিছু অসাধারন মানুষের লোভের শিকার অগনিত সাধারন মানুষ। এই অসাধারনেরা ঠিক কি চায় মনেহয় তাদেরও অজানা। অথচ সব দোষ অসাধারনের।
খুব ভালো লাগল কবি,আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
আমার মত সামান্য কে এক অসামান্য কবিতা উত্সর্গ করায় যতটা আনন্দাপ্লুত তততাই কবিতাটার ভাবনা ও ভাষ্যে অভিভূত।
ছন্দজ্ঞানে আমি আনাড়ি তবুও এই কবিতায় ছন্দের লহর টের পেলাম,
আর আমার থেকেও অভিনব ব্যঞ্জনায় কাব্যমুগ্ধ হলাম।
শেষের স্তবকে টুইষ্ট আর মাতৃভূমির প্রতি মায়াজড়িত পঙতিতে আলোকিত উপস্থাপনা...
কোন কবিতা পড়ে মন ভরে গেলে আমি অভিনেতা অনিল কাপুরের মত
বলি-ঝকাস্*****
বিধ্বস্ত আজ ধরণীর অস্তিত্ব
ক্ষমতা ও দ্রোহের প্রতিযোগিতায় অন্ধ।
ভবিষ্যত শুধু অন্ধকার।
অসাধারণ কাব্যিক বারতা মুঠো মুঠো ভালোলাগা রেখে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
যোগ্য কবিকে যোগ্য কবিতা সমর্পণ।
খুব খুব সুন্দর কবিতা দাদা!!
প্রতিটি লাইন দুর্দান্ত।
এমনই চলতে থাকুক কাব্যায়ণ।
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
প্রণাম জানবেন ছোট ভগিনীর।
কবি প্রনব মজুমদারের কবিতা জার্নি টু ৩০২২ পড়েছি। আপনারটাও। আপনি ও ভবিতব্য দেখেছেন দক্ষতার চোখে। মা মাটি দেশই প্রিয় বলে পরিবেশ বান্ধব করে তুলতে চাইলেন নিজে ও আগামী প্রজন্মকে বেঁচ থাকবার আহবানে। বেশ খানিকটা ছুঁয়ে গেলো আপনার কবিতা।
নিরন্তর ভালোবাসা।
অপূর্ব কল্পনার জগৎ ,অনেক গভীরের চিন্তা , অনেক সাধনায় এসব মনে আসে । কাল প্রণব বাবাুর কাব্যে আমিও মন্তব্য দিয়েছি, ভুরি ভুরি প্রশংসা করে । আপনাকেও জানাই সুবাদ- সাধুবাদ ভরা সুখ্যাতি, অতি বাস্তব কথার সমাহার ।
অপূর্ব বিদ্যতাপূর্ণ কাব্য প্রকাশ, অশেষ মুগ্ধ ।
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অপূর্ব! অসাধারণ নান্দনিক কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অসাধারণ ভাবনার দারুণ কথামালা !
অনন্য অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ সকাল প্রিয় কবি
অভিনব ভবিষ্যৎ ভাবনার চমৎকার কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
সুখ দুঃখ ও পৃথিবী! জীবন ভাবনায় অসাধারণ এক কবিতা। রূপকের আবহে চমৎকার ছন্দের তালে অপূর্ব সৃষ্টি।
আমার দুই প্রিয় কবিকেই অভিনন্দন।