বছরের পর বছর বিরহ পুষে
কোন এক চৈত্রের কাছে আমরা দিবো ধরা
চোখের জলে দিবো প্রণয়ের সেচ
আত্মসমর্পনে যাবে আমাদের বিচ্ছেদ-খরা।


উগ্র চৈত্রের প্রেমে চিত্রা নক্ষত্র
চৈত্রের রাতের আকাশ তারায় তারায় ভরা
তোমাকেই ভাবি চৈত্রের দুপুরে
চৈত্রের ধুলায় শিমুল তুলার মত অভিযোগ উড়া।


চৈত্রের পূর্ণিমায় তুমি বুঝে নিও
যা মুখে বলি নাই- আমার গোপন ইচ্ছার ইশারা
তোমার প্রেমে চৈত্রের ক্লান্তি বিশ্রামে যাবে
প্রণয়ের পাহারায় ঝাড়বাতির মত হলুদ সোনালুরা।