নতুন বছর উদযাপনে- ব্যস্ত যখন সকল মিলে
আসলো খবর মা মরেছে, হুট-পাটিয়ে দৌড়টি দিয়ে- গেলাম ছুটে মায়ের কাছে।
কাছে গিয়ে পা’টি ধরে- বললাম মাকে, মাগো তুমি গেলেই চলে?
আমায় তুমি- একলা ফেলে।


মাগো তুমি বললেনাতো-
যাবে তুমি ছেড়ে মোরে?


দশ মাস দশটি দিন- ধরে গর্ভে, অতিব যতনে
প্রসব বেদনা সহ্য করে- আমায় আনলে, দুনিয়ার বুকে।
লালন-পালন করে মোরে- মানুষরূপে প্রতিষ্ঠিত করে
সুখের এমন সময় তুমি- কেন মাগো, গেলে চলে?


কত কষ্ট পেয়ে মাগো- দুনিয়ার বুক ছারলে মা
কাঁদছি আমি একলা বসে- দেখবে বলো, আজ কে মা..আ।
তুমিই ছিলে আপন আমার- আরতো সবে ছিল পর
কেমনে মাগো তোমার খোকা- থাকবে বলো এবার।


বললেনাতো একটু মোরে- কেন তুমি গেলে ছেড়ে
যাবেই যদি এমনি করে- তবে? করলে কেন, মানুষ মোরে।
তুমি ছাড়া একলা মাগো- থাকবো কেমন করে
বলোনা মাগো, তুমি বিনে- এই ভবে, রইবো কেমনে।


তুমি কেন আগে গেলে মা- রেখে গেলে মোর পিতা
কেমনে তারে বলি মাগো- গেছে চলে, মোর মা।
দোয়া করি মাগো তুমি- বেহেস্থবাসী হও
আল্লাহর কাছে আদায় করি- শুধু শুকরিয়াটাই।


নতুন বছর উদযাপন- মা, আর করবো না পালন
তুমি গেলে এমনই দিনে- ভাবতেই লাগে কেমন।
পিতা হলেন একলা এখন- রাখতে হবে দেখে
তুমি ছিলে কাছে আমার- বটের ছায়ার, মতন করে।


রেখেছিলে আগলে আমায়- বুকের মাঝে নিয়ে
এখন আমি একলা রাত- কাটাই কেমনে।
মাগো তুমি ফিরে এসো- তোমার খোকার কাছে
তুমি ছাড়া মাগো আমার- ভাল লাগেনা যে।


কাঁদছি আমি একলা বসে- তোমার বিয়োগ ব্যথায়
ছেড়ে কেন গেলে মাগো- একলা ফেলে আমায়।


(জানুয়ারী ০১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- প্রাণ প্রিয় বন্ধু’র মাতা আজ (জানুয়ারী ০১, ২০১৮) ভোর ০৫:২১ ঘটিকায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। বন্ধুর মাতাকে নিজের মা’রূপে গ্রহণ করে ও মাতৃ বিয়োগের বেদনা বুকের মাঝে লয়ে এই লেখনির প্রকাশ। আপনাদের সকলের কাছে অনুরোধ আমার বন্ধুর মাতার বেহেস্থবাসী হওয়ার জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে একটু দোয়া বা আশির্বাদ প্রার্থনা করবেন।