ফাগুন এসেছে মনে মনে,
বসন্তের ঢেউখেলানো প্রাণে,
মুকুল এসেছে ডালে ডালে,
ধরিত্রীর সকল আম্রকাননে।


শিমুল পলাশ অনুরাগে,
বাসন্তী চিত্ত শুধু জাগে,
কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়ায়,
বসন্তদূত আবীর মাখায়।


সকল প্রাণ আত্মহারা,
বসন্তোৎসবে মাতোয়ারা,
বাঁধনহারা মিলনোৎসব,
গুলাল আবীর একই সব।


©সুব্রত নন্দী। ০১/০৩/১৮


**আজ বিশেষ দিনের আমার সকল কবিবন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।