জীবনখাতার প্রতি পদে রেখে গেছ তোমার মমতাময়ীর ছোঁয়া।
চলতে ফিরতে বুঝতে পারি, ছিলাম নিরাপদ আশ্রয়ে।
সারাজীবনের ভরসাস্থল।
নবজাতক শিশু থেকে বড় হওয়ার প্রতিটি পদক্ষেপে,
জড়িয়ে আছে তোমার স্নেহময়ী সাহচর্য।
শত দুঃখেও তোমার মুখের মিষ্টি হাসিটি মিলিয়ে যায়নি।
সংসারের কঠিন ভারে নিজেকে করেছ ক্ষয়।
বিন্দু বিন্দু সঞ্চয়ে গড়েছিলে কষ্টের ভাণ্ডার।
সেই অমূল্য সম্পদ জুগিয়েছিল সবার অপার আস্থা।
চলার পথে তুমিই আসল সাথী।
সারাজীবনের অক্লান্ত রথী।
সুখে দুখে সদাই প্রেরণা।
অকৃত্রিম ভালবাসায় ভরিয়ে দিয়েছিলে জীবনভর।
তুমিই একমাত্র তোমার তুলনা।


©সুব্রত নন্দী,