শীতের শীতল পরশ;
অতিক্রান্ত হয়ে প্রকৃতিতে -
বসন্ত করেছে আগমন।
ক্ষণে ক্ষণে তবু শীতল সমীরণ;
ছুঁয়ে দেয় আলতো স্পর্শে।
ফাল্গুনে ফুলে সেজে উঠা;
প্রকৃতির রূপের সাথে যোগ হয়েছে -
বিশ্ব "ভালবাসা দিবস"।
প্রতিটি দিন ভালবাসার তবু;
এই দিনটিতে ভালবাসার মানুষটিকে;
নতুন করে কানে কানে বলা
"পাগল! অনেক ভালবাসি তোকে।"
ভালবাসা দিবসে কি আর দেবো;
তোমায় উপহার!
ভালবাসার বন্ধন করেছে পদার্পণ বছর ৭।
এই বন্ধন আত্মার বন্ধন।
ভালবাসা প্রকৃতির মতো মুক্ত।
ভালবেসে ভালবাসা দিলাম তোমায়;
উজাড় করে আজকের এই বিশেষ দিনে।
ভালবাসার সাইকেলে চড়িয়ে;
ভালবাসার ফুল দেবো তোমারি হাতে -
ভালবাসার ভুবনের!
হবো বৃদ্ধ আমারি আত্মার সাথে।
ভালবেসে ভালবাসা জড়িয়ে আমার আত্মাকে!