।। নষ্ট প্রজন্মের ভেলা ।।


--সুহেল ইবনে ইসহাক


এক প্রজন্ম ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে
আরেক প্রজন্ম ঝুঁকে পড়ে ।
এক প্রজন্ম বাকস্বাধীনতা ও মানবাধিকারের জন্য লড়াই করে
আরেক প্রজন্ম হরণ করে আনন্দ পায়।
এক প্রজন্ম গণতন্ত্রের জন্য অকাতরে জীবন দেয়
আরেক প্রজন্ম হত্যা করে সুখ পায়।
এক প্রজন্ম শিক্ষকদের শ্রদ্ধা করে গর্ব বোধ করে
আরেক প্রজন্ম আঘাতের দ্বারা উন্মত্ততার  প্রমান দেয় ।
বনে-জঙ্গলেও বহুকাল মানুষ বসবাস করেছে,
সেখানে কেউ নাগরিক হতে পারেনি ।
অনতিযোজন দূরেও নৈতিকতা, আদর্শ,
ব্যক্তিত্ববোধের চর্চা ছিল সমাজ ও সংসারে
আজ তা কি শুধুই যাদুঘরে?
আমি নষ্ট প্রজন্মের একজন প্রতিনিধি।
আমি ভীষণভাবে লজ্জিত!
বোবা কন্ঠের প্রতিবাদ আর আতর্নাদ বিভৎস বাতাসে
নষ্ট ধূলিকণার সাংঘর্ষিক আগুনে পুড়ে ছাই হয়ে
পুরানো বীরত্বের ডিএনএ
নষ্ট প্রজন্মের ভেলায় চড়ে একদিন তটে ভীড়বেই ।


রচনাকাল: মার্চ ০৫, ২০১৮, টরন্টো, কানাডা ।।